আগামীকাল ২১ জুলাই। ৩০ বছরে পদার্পণ করছে ২১ জুলাই শহিদ তর্পন অনুষ্ঠান। রাজ্যে তৃতীয় বার ক্ষমতায় আসার পরে চলতি বছরে ২১ জুলাই নিয়ে আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। কারণ লোকসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের অন্যতম ঘোষিত কর্মসূচী এটি। করোনা পরিস্থিতির জেরে ২০২০-২১ সালে সমাবেশ হয়েছিল ভার্চুয়াল। তবে সেই ভার্চুয়াল সমাবেশ ঘিরেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যেও। এবার অবশ্য মূল সমাবেশ হবে অফলাইনে।
ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন দুপুর ১’টা নাগাদ। সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ একাধিক গুরুত্বপূর্ণ নেতারা। এছাড়া একাধিক নেতা বিভিন্ন ক্যাম্প অফিসের দায়িত্বে রয়েছেন। প্রথম সারির অন্যান্য নেতাদের উপস্থিতি থাকবে। ভিন রাজ্যের দলীয় কার্যালয়েও সভা লাইভ দেখানো হবে একটি কেন্দ্রীয় জায়গায়। সেখানেই মঞ্চ থাকবে৷ সেই রাজ্যের একাধিক নেতারা থাকবেন। জায়েন্ট স্ক্রিন থাকবে। দুপুর ১২’টা থেকে হবে সেখানে সমাবেশ।
গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখবেন। দুপুর ১২টো থেকে গুরুত্বপূর্ণ নেতা সহ মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য লাইভ দেখানো ও শোনানো হবে। যারা কলকাতায় আসতে পারেননি সেই নেতাদের সেখানে হাজির থাকতে বলা হয়েছে।ধর্মতলায় থাকবে শহিদ তর্পণের ব্যবস্থা। সকাল ৬’টা থেকেই সেখানে হাজির থাকবেন দলের প্রথম সারির নেতারা। ২১ জুলাই উদ্যানে থাকবেন প্রথম সারির নেতারা। শ্যামবাজার, গিরিশ পার্ক, লেকটাউন, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, চেতলা, টালিগঞ্জ, হাজরা সহ একাধিক জায়গায় থাকছে জায়ান্ট স্ক্রিন।
বাংলার পাশাপাশি ভিন রাজ্যেও এবার ২১ জুলাই সমাবেশ ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।ত্রিপুরা, আসাম, মেঘালয়, গোয়ায় যেখানে তৃণমূলের অফিস আছে সেখানেও শোনানো হতে পারে বক্তৃতা। ধর্মতলায় হাজির থাকবেন সাংসদরা। নিজেরা বক্তব্য রাখবেন। দুপুর ১’টায় জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা। এছাড়াও যে সব রাজ্যে ইউনিট আছে সেখানেও সভা শোনানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।