অগ্নিগর্ভ মণিপুর আরও এক নারকীয় ঘটনার সাক্ষী থাকল। দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এর পর সেই মহিলাদের গণধর্ষণ করা হয়েছে বলেও অভিযোগ। অশান্ত মণিপুরে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। অভিযোগের আঙুল উঠেছে মণিপুরের মেতেই সম্প্রদায়ের দিকে। এদিকে রাতের দিকে মণিপুর পুলিসের সুপার কে. মেগাচন্দ্র সিংয়ের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়ে পুলিসের তরফ থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেওয়া হয়েছে। এবং ইতমধ্যেই সেই ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছে ণিপুর পুলিসের সুপার কে. মেগাচন্দ্র সিংয়ের তৈরি করা একটি বিশেষ দল। তবে তাই বলে ক্ষোভ কিন্তু এতটুকু কমছে না। বরং টুইট করে এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
‘রক্ত জমে যাওয়ার মত দৃশ্য’, মনিপুরের হিংসা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে নিশানা করে ট্যুইট করে তৃণমূল কংগ্রেসও। অনুসন্ধানকারী টিম পাঠাতে কেন্দ্রকে কে বাধা দিচ্ছে? ট্যুইটে প্রশ্ন তুল বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের। বিজেপির নারীশক্তির আওয়াজ ফাঁকা বুলি হয়ে দাঁড়াবে। যদি না মণিপুরের মহিলাদের ন্যায় দেওয়া যায়। প্রধানমন্ত্রীর ৭৮ দিনের নীরবতা ছেড়ে এবার বলুন। ট্যুইটে মোদীকে বিঁধে আক্রমণ তৃণমূল কংগ্রেসের।
তবে মণিপুরের প্রশ্নে এবার সংসদেও এককাট্টা বিরোধীরা। বৃহস্পতিবার সকাল ১০ টায় বিরোধী দলের বৈঠক। সংসদে কৌশল নির্ধারণের জন্য বৈঠকে বিরোধীরা। মণিপুর নিয়ে আলোচনার দাবিতে একজোট বিরোধীরা। মণিপুর নিয়ে মোদীর বিবৃতির দাবিতে সুর চড়াবে বিরোধীরা। বাদল অধিবেশনে একত্রিশটি বিল আনতে চায় মোদী সরকার।