মাঝে মাত্র একদিন। তারপরই ২১শে জুলাই। কলকাওআর ধর্মতলায় আয়োজিত হবে তৃণমূলের শহীদ দিবস সমাবেশ। চলছে শেষ লগ্নের প্রস্তুতি। জেলায় জেলায় সমর্থকদের মধ্যেও আগ্রহ তুঙ্গে। বুধবারই মালদা থেকে প্রায় দশ হাজার তৃণমূল নেতা কর্মী বাসে ও গাড়িতে রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। মালদায় শতাধিক বাস ভাড়া করা হয়েছে। এত বেশি বেসরকারি বাস ভাড়া করা হয়েছে যে মালদায় বেসরকারি বাসের অভাব দেখা যাচ্ছে। ধর্মতলায় সমাবেশে শুক্রবার যোগ দিয়ে সেখান থেকে নেত্রীর নির্দেশ নিয়ে মালদায় ফিরে আসবেন সমর্থকরা। বুধবার রাতেই তাঁরা পৌঁছে যাবে কলকাতায়। তাদের রাখা হবে সল্টলেকের কলকাতা বইমেলা প্রাঙ্গণে।
এরপর শুক্রবার বিকেলে সমাবেশ শেষে পুনরায় তারা বাসে ও গাড়িতে চেপে রওনা দেবেন মালদার উদ্দেশে। শুধু মালদা নয়, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ সব জেলা থেকেই আজ ট্রেনে বাসে করে ধর্মতলায় শহীদ দিবস স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে রওনা দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।
