সদ্যই পঞ্চায়েত ভোটের ফলে রাজ্যের সর্বত্র উঠেছে সবুজ ঝড়। জেলায় জেলায় এখনও অব্যহত জয়ের রেশ। এদিকে এরই মধ্যে তৃণমূলের একুশে জুলাইয়ের শহিদ সমাবেশ আসন্ন। তা নিয়ে দলীয় কর্মীদের বাড়তি উন্মাদনা চোখে পড়ার মতো। এমন আবহে দলের কর্মী, সমর্থকদের উদ্দেশে ‘মাটিতে পা রেখে চলার’ পরামর্শ দিলেন দলের বর্ষীযান নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র।
মঙ্গলবার সন্ধেয় খড়দহে দলের এক অনুষ্ঠানে শোভনদেব বলেন, ‘ভোটে জিতে গিয়েছেন বলে সব দায়িত্ব শেষ, এমনটা ভাবলে খেসারত দিতে হবে। মনে রাখবেন, দল আপনাকে টিকিট দিয়েছে, কিন্তু জিতিয়েছে মানুষ। তাই মানুষের সঙ্গে থাকুন। মাটিতে পা রেখে চলুন।’ শোভনদেবের সুরেই মঙ্গলবার সন্ধেয় কামারহাটির এক দলীয় কর্মসূচি থেকে কর্মীদের রাজনীতির পাঠ দিয়েছেন মদনও। কামারহাটির বিধায়ক বলেন, ‘পদ আজকে আছে, কাল নাও থাকতে পারে। পদ কাঁচি দিয়ে কেটে দিতে নেতৃত্বর ২ মিনিট সময় লাগবে। মনে রাখবেন, দলের নজরদারিতে আমরা, আপনারা সকলেই রয়েছি।’
