যে সমস্ত গ্রাহকদের সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে তাঁদের জন্য বড় খবর৷ দেশের যে প্রান্তেই হোক না কেন সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে খবর রাখতেই হবে৷ কেননা এসবিআই থেকে পিএনবি এই সব ব্যাঙ্কের উপরে বেসরকারিকরণের বিষয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র৷
দেশের শীর্ষ এক ব্যাঙ্ক আধিকারিকের মতে দেশে আর্থিক বিভাজন রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করার পরেও সর্বজনীন ক্ষেত্রে বেসরকারিকরণের খাঁড়া ঝুলছেই৷ ভারতে ৫৫তম ব্যাঙ্ক রাষ্ট্রীয়করণ দিবসের সন্ধেয় একটি বয়ানে জানতে পারা গিয়েছে পিএসবি বা এসবিআই পাবলিক সেক্টর ব্যাঙ্ক ১৯৬৯ সালের পর থেকে বেসরকারি ব্যাঙ্কের জাতীয়করণের পরে সর্বদাই আর্থিক উন্নতির বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে৷
AIBOC-র মহাসচিব রূপম রায় জানিয়েছেন সর্বজনীন ক্ষেত্রের ব্যাঙ্কের উপরে বেসরকারিকরণের একটি ঝুঁকি থেকেই যায়৷ একটি বিকল্প বিচার বিশ্লেষণ দিয়েই সমাধান করা সম্ভব ৷ তিনি বলতে চেয়েছেন জাতীয়করণের পরেই এই সমস্ত ব্যাঙ্ক, কৃষি, শিক্ষা-সহ আর্থিক বিকাশ ও বৃদ্ধিকে ত্বরান্বিত করার ক্ষেত্রে লক্ষ লক্ষ ভারতীয় কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দিয়েছে৷
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২০১৯-এ ১০টি ব্যাঙ্ক মিলেমিশে ৪টি ব্যাঙ্কে পরিণত হয়েছে ৷ তারপর থেকে দেশের মোট ২৭টি সরকারি ব্যাঙ্কের সংখ্যা কমে গিয়ে ১২টিতে পরিণত হয়েছে। যদিও এই ব্যাঙ্কের বেসরকারিকরণের ক্ষেত্রে এই মুহূর্তে কোনও সিদ্ধান্ত প্রকাশিত হয়নি ৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে একটি নির্দেশিকায় জানানো হয়েছে বাকি সমস্ত সরকারি ব্যাঙ্ককে বেসরকারিকরণের আওতায় না রাখার জন্য ৷