মঙ্গলবার দুপুরে বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির বৈঠকে আত্মপ্রকাশ করেছে নতুন জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া। তারপরেই শুরু হয়ে গিয়েছিল ‘ইন্ডিয়া বনাম ভারত’ তরজা, যার সূত্রপাত করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আবহেই বিরোধী জোটের আত্মপ্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই নিজের টুইটার বায়ো থেকে ‘ইন্ডিয়া’ শব্দটিই সরিয়ে দিলেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
যদিও এই ঘটনার পরেই সমালোচনা শুরু হয়। কংগ্রেস নেতা জয়রাম রমেশ পাল্টা টুইট করে কটাক্ষ ছুড়ে দেন। নরেন্দ্র মোদীকে হিমন্ত বিশ্বশর্মার নতুন ‘মেন্টর’ বলে উল্লেখ করে তাঁর খোঁচা, ‘মিস্টার মোদী আমাদের স্কিল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া দিয়েছেন-বিভিন্ন প্রোগ্রামের জন্য নতুন সব নাম। তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের ‘টিম ইন্ডিয়া’ হিসেবে একসঙ্গে কাজ করতে বলেছেন। এমনকী, ইন্ডিয়াকে ভোট দেওয়ার আবেদনও করেছেন তিনি!’
‘কিন্তু যখন ২৬টি রাজনৈতিক দল তাদের জোটের নাম দেয় ইন্ডিয়া তখন হঠাৎ তিনি জেগে ওঠেন এবং বলেন ‘ইন্ডিয়া’ নাকি ঔপনিবেশিক মানসিকতার বহিঃপ্রকাশ! ওঁর উচিত বসকে গিয়ে একথা বলা।’