কার্যত তোলপাড় কর্ণাটক। দক্ষিণের এই রাজ্যে হঠাৎই ছড়াল আতঙ্কের রেশ। ক্রাইম ব্রাঞ্চের হাতে ধরা পড়ল ৫ জঙ্গি! শহর জুড়ে বিরাট বিস্ফোরণের পরিকল্পনা ছিল তাদের। সন্দেহভাজন পাঁচ জঙ্গিকে গ্রেফতার করা করেছে। তাদের নাম জুনায়েদ, সোহেল, উমর, মুদাসির ও জাহিদ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭টি পিস্তল, ৪টি ওয়াকি-টকি ও প্রচুর পরিমাণে বিস্ফোরক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতার হওয়া পাঁচ সন্ত্রাসবাদী ২০১৭ সালের একটি হত্যা মামলায় জড়িত ছিল। তাদের বেঙ্গালুরু কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল, যেখানে তারা বেশ কয়েকজন সন্ত্রাসবাদীর সংস্পর্শে আসেন এবং বিস্ফোরণের প্রশিক্ষণ নেন।
এরপর সিসিবি শহরে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনার বিষয়ে ইনপুট পায়। তড়িঘড়ি অভিযুক্তদের গ্রেফতার করা হয়। দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে তাদের গ্রেফতার করেছে কেন্দ্রীয় অপরাধ শাখা। কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের সঙ্গে যৌথ অভিযানে ৫ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে সিসিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে বিস্ফোরক। জানা গিয়েছে, তারা সকলেই বেঙ্গালুরুর বাসিন্দা।
