আগামী ২০২৪-ইর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই জোটের প্রস্তুতি ও রণকৌশল তৈরির কাজ শুরু করে দিয়েছে বিরোধী দলগুলি। যা ঘিরে ইতিমধ্যেই খানিকটা চাপে মোদী-শাহরা। এমতাবস্থায় নতুন একটি ঘটনায় ফের বিপাকে পড়ল পদ্মশিবির। কংগ্রেস ছেড়ে ৬ মাস আগে বিজেপিতে যোগদান করেছিলেন দুধ উৎপাদনকারী সংস্থা আমুল ডেয়ারির পরিচালক জুভানসিংহ চৌহান। কিন্তু মঙ্গলবার পদ্মশিবির ছেড়ে আবার পুরনো দলে ফিরে এলেন তিনি। প্রসঙ্গত, গুজরাতের কয়রা জেলায় আমুলের সমবায় নেতা জুভানসিংহ। পাশাপাশি, দুই-মেয়াদের ডিরেক্টরও। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ডেয়ারির সভাপতি নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার আগে প্রায় দুই দশক ধরে কংগ্রেসের হয়ে কাজ করেছিলেন তিনি।
প্রসঙ্গত, মঙ্গলবার দলের সদর দফতর ‘রাজীব ভবন’-এ কংগ্রেসের রাজ্য সভাপতি শক্তিসিংহ গোহিলের উপস্থিতিতে নিজের অনুগামীদের নিয়ে পুরনো দলে যোগ দেন জুভানসিংহ। গুজরাত কংগ্রেসের রাজ্য সভাপতি শক্তিসিংহ গোহিল বলেন, ডেয়ারি ইউনিয়নে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির ক্রমবর্ধমান রাজনৈতিক হস্তক্ষেপে অসন্তুষ্ট চৌহান। “আমুল সমবায় মডেল নিয়ে গুজরাত গর্বিত। তৎকালীন কংগ্রেস সরকার এটির বৃদ্ধিতে এবং এটিকে পরিচালনা করতে সাহায্য করেছিল, পাশাপাশি এটিকে বিশ্বের শীর্ষস্থানীয় সমবায়ে রূপান্তরিত করেছিল। ক্রমবর্ধমান রাজনৈতিক হস্তক্ষেপের কারণে চৌহান তার লোকজন নিয়ে আমাদের সঙ্গে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন”, সাংবাদিকদের জানিয়েছেন শক্তিসিংহ।
