তামিলনাড়ুর ডিএমকে মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী কে পনুমুদি এবং তাঁর সাংসদ পুত্র গৌতম সিঙ্গমণির চেন্নাইয়ের বাংলোয় সোমবার সকাল থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি শুরু করেছে।
মন্ত্রী ও তাঁর পুত্র দুজনেই বাংলোতেই আছেন। বিরোধী বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের দুপুরের বিমানে বেঙ্গালুরু রওনা হওয়ার কথা ছিল। তিনি যাত্রা পিছিয়ে দিয়েছেন।
তামিলনাড়ুর এক মন্ত্রী সেন্থিল বালাজি বর্তমানে জেলে। দুর্নীতির অভিযোগে গতমাসে ইডি তাঁকে গ্রেফতার করে। ওই মন্ত্রীকে বরখাস্ত করতেই মুখ্যমন্ত্রী স্ট্যালিনকে চিঠি লিখে বিতর্কে জড়িয়েছিলেন ওই রাজ্যের রাজ্যপাল এন রবি। স্ট্যালিন ওই মন্ত্রীকে দফতর বিহীনভাবে রেখে দিয়েছেন মন্ত্রিসভায়।
শাসক দল ডিএমকের অভিযোগ, বালাজির ক্ষেত্রে রাজ্যপালের মুখ পুড়েছে। তাই এবার আরও এক মন্ত্রীকে নিশানা করেছে ইডি।