মুখে যতই দলিত প্রেমী সাজুন না কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাসতালুক গুজরাতে প্রতিনিয়তই নির্যাতনের শিকার হতে হচ্ছে দলিতদের। এবার জমি নিয়ে বিরোধের জেরে প্রাণ খোয়াতে হল দলিত দুই ভাইকে। ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেই খুন অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। তবে খুব শিগগিরই অভিযুক্তরা ধরা পড়বে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।
সুরেন্দ্রনগর জেলার পুলিশ সুপার হরিশ দুধাত জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই নিজেদের পৈতৃক গ্রাম সামাদিয়ালা ছেড়ে আমদাবাদে বসবাস করতেন আলাজি পারমার ও মনোজ পারমার। তবে শহরে বসবাস করেও গ্রামে থাকা জমিতে লোকজন দিয়ে চাষাবাদ করাতেন। গতকাল বুধবার দুজনে নিজেদের জমিতে চাষাবাদ সংক্রান্ত কাজকর্ম নিয়ে কথা বলতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। নিজেদের জমিতে পা দিতেই তাদের ওপরে চড়াও হয় ২০ জনের একটি দল। লোহার রড, হকি স্টিক দিয়ে বেধড়ক মারধর করা হয় আলাজি পারমার ও তার ভাই মনোজ পারমারকে।
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। নিহতদের ছোট ভাইয়ের বউ পারুলবেন পারমার অভিযোগ করেছেন, দলিত সম্প্রদায়ের হওয়ার কারণেই গ্রামের ওবিসি সম্প্রদায়ের মোড়লরা আলাজি পারমারের পরিবারকে পছন্দ করতেন না। এমনকী পারমার পরিবারের জমিও জোর করে দখল করে চাষাবাদ করছেন গ্রামের একাংশ। একাধিকবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। বুধবার দুই ভাইকে বেধড়ক মারধর করার পাশাপাশি গ্রামে থাকা তাদের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় হামলাকারীরা। এমনকী লক্ষাধিক টাকা লুঠ করে নিয়ে যায়।