পঞ্চায়েত ভোটে আবারও বিরোধীদের উড়িয়ে দিয়ে রাজ্যের সর্বত্র উঠেছে সবুজ ঝড়। গ্রামবাংলার রায়ে শাসকদল তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৫২ শতাংশ মানুষের ভোট। আর এই প্রাপ্তির ঝুলিতে ভর দিয়েই এবার একুশে জুলাইয়ের মহামঞ্চ থেকে ‘২৪-এ চাই ৪২’ স্লোগান তুলতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।
প্রসঙ্গত, পঞ্চায়েতের ফল থেকে জানা গিয়েছে যে এবার তৃণমূলের ৫২ শতাংশ ভোট পেয়েছে। পাশাপাশি বিজেপি পেয়েছে ২২ শতাংশ ভোট। বামেরা পেয়েছে ১২ শতাংশ ভোট। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৬ শতাংশ ভোট। আইএসএফের ভোট প্রাপ্তি ধরলে বাম-কংগ্রেস-আইএসএফ জুটির প্রাপ্ত ভোট ২০ শতাংশ। এই প্রেক্ষাপটে তৃণমূলের পক্ষে লোকসভায় ৪২টি আসন বার করা কিন্তু খুব কঠিন কাজ হবে না।
এটা সত্যি যে বাম ও কংগ্রেস উভয়েরই ভোট প্রাপ্তির হার বেড়েছে। কিন্তু সেটা এতটা বেড়ে যায়নি যে তারা কোনও লোকসভা কেন্দ্র জিতে ফেলবে। অন্যদিকে, বিজেপি আবার তাদের জয়ী আসনগুলিতেই পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে। এদিকে, লোকসভা নির্বাচনের সময়ে যে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়াও কাজ করবে তাদের বিরুদ্ধে তা বলাই বাহুল্য। আর তাই রাজ্যের সিংহ ভাগ লোকসভা আসনে তৃণমূলের জয় এখন সময়ের অপেক্ষা।