পঞ্চায়েত ভোটে খারাপ ফল হতেই বিজেপির দ্বন্দ্ব প্রকট আকার নিয়েছে পূর্ব বর্ধমানে, এমনই দাবি রাজনৈতিক মহলের। জেলা বিজেপি সভাপতি ও সাংসদ আলুওয়ালিয়া জুটি হঠাও পোস্টার বর্ধমানের বিভিন্ন জায়গায়। যা নিয়ে তুমুল টিপ্পনি ছুঁড়ে দিয়েছে শাসকদল তৃণমূল।
পঞ্চায়েত ভোটে এবার পূর্ব বর্ধমানে খারাপ ফল হয়েছে বিজেপির। এর আগেও অভিযোগ ওঠে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ আলুওয়ালিকে এলাকায় দেখাই যায় না। শুধু তাই নয়, পূর্ব বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা-এর বিরুদ্ধেও কর্মীদের একাংশের ক্ষোভ রয়েছে। যদিও প্রকাশ্যে এব্যাপারে জেলা বিজেপির কোনও নেতা-কর্মী মুখ খোলেননি। তবে ইতিমধ্যেই ওই পোস্টার নিয়ে চর্চা বাড়ছে।
বর্ধমান শহরের একাধিক এলাকায় লাগানো পোস্টারে লেখা রয়েছে, ‘জেলা সভাপতি অভিজিৎ তা ও সাংসদ সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়া জুটি হঠাও, পূর্ব বর্ধমান জেলা বিজেপি বাঁচাও।’ বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়াকে নিয়ে এটাই প্রথম পোস্টার নয়। এর আগেও সাংসদ ‘নিখোঁজ’ বলে পোস্টার পড়েছিল। তবে পোস্টার-কাণ্ড নিয়ে বিজেপি ও শাসকদলের তর্জায় ভাঁটা পড়েনি।
বর্ধমান শহরের কার্জন গেট, জেলা প্রশাসনিক দফতর চত্বর, আলিশা, উল্লাস, বীরহাটা-সহ প্রভৃতি এলাকায় এই পোস্টার সবার নজরে আসে। বিজেপির প্রতীক পদ্মফুল এবং ভারত মাতা কি জয়’ লেখা পোস্টারের একপাশে জেলা বিজেপি সভাপতি অভিজিৎ তা এবং অন্য পাশে সাংসদ সুরেন্দ্রজিৎ সিং আলুওয়ালিয়ার ছবি। এর নিচেই বড়-বড় অক্ষরে লেখা রয়েছে, জেলা সভাপতি ও সাংসদ জুটিকে সরিয়ে বিজেপিকে ‘বাঁচানো’-র কথা। পঞ্চায়েত ভোটের ফলের নিরিখে এরাজ্যে এই মুহূর্তে তৃণমূলের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তবে অন্য জেলার চেয়ে পূর্ব বর্ধমান জেলায় বিজেপির ফল বেশ খারাপ হয়েছে। সেই খারাপ ফলের জন্য দলের জেলা সভাপতি ও সাংসদকেই দায়ী করছেন অনেকে। এই পোস্টারও বিজেপি কর্মীদের মধ্যে থেকেও কেউ লাগিয়ে থাকতে পারেন বলে ধারণা রাজনৈতিক মহলের একাংশের।