এবারের পঞ্চায়েত ভোট পর্বে শুরু থেকেই ‘প্রতিরোধের’ নামে তৃণমূল কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে দিকে দিকে। এখনও পর্যন্ত পঞ্চায়েতের বলি হয়েছেন ৪২। তার সিংহভাগই ঘসফুল শিবিরের। এবার যেমন উত্তরবঙ্গের কোচবিহারে মিলল আরও ১ তৃণমূল কর্মীর মৃত্যুর খবর। শাসক দলের অভিযোগ, পঞ্চায়েত ভোটের দিন শনিবার বিকেলে মধ্য শীতলকুচি গ্রামের ৫/২২৩ নম্বর বুথে বিজেপি আশ্রিত দুস্কৃতিদের বোমাবাজিতে জখম হন তৃণমূল কর্মী লতিফ মিয়া।
জানা গিয়েছে, সেদিন তাঁকে প্রথমে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়িতে রেফার করা হয়। আজ শিলিগুড়িতে লতিফ মিয়ার মৃত্যু হয় বলে জানা গেছে তৃণমূল সুত্রে। বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা করেছে। তৃণমূলের অভিযোগের আঙুল বিজেপির দিকেই। এ বিষয়ে তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় অভিযোগ করেন, পঞ্চায়েত নির্বাচনের তরুণ একের পর এক তৃণমূল কর্মীর প্রাণ গিয়েছে। বিজেপির আগ্রাসন মনোভাব এবং তাদের আক্রমণ কেড়ে নিয়েছে একাধিক তৃণমূল কর্মীর প্রাণ।