গত ২৫ এপ্রিল কোচবিহার থেকে শুরু হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচি। তারপর ৫১ দিনে একে একে রাজ্যের সব জেলায় তিনি জনসংযোগ থেকে রোড শো এবং জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।গ্রামবাংলার মানুষের ঘরে ঘরে গিয়ে সমস্যার কথা শোনেন তিনি। যাকে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’র সঙ্গে তুলনা করেছিলেন। আর রাজ্যে পঞ্চায়েত ভোটের ফলাফল বলছে, অভিষেকের সেই সাড়ে ৪ হাজার কিলোমিটারের বেশি যাত্রাপথের অধিকাংশ এলাকাতেই চমকপ্রদ জয় পেয়েছেন তৃণমূল প্রার্থীরা।
প্রত্যাশিত ভাবেই ঘাসফুল শিবির উচ্ছ্বসিত অভিষেকের নবজোয়ার নিয়ে। নবজোয়ার যাত্রা যে পঞ্চায়েতের ফলাফলে বড় রকমের প্রভাব ফেলেছে, তা জানিয়েছেন খোদ তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, দলের বর্ষীয়ান বিধায়ক তথা মুখপাত্র তাপস রায়ের কথায়, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা উন্নয়নমূলক কর্মসূচির কারণে গ্রামাঞ্চলে তৃণমূলের সমর্থন বেড়েছে। অভিষেকের মস্তিষ্কপ্রসূত সময়োপযোগী নবজোয়ার কর্মসূচি পঞ্চায়েত ভোটের আগে আমাদের কর্মী-সমর্থকদের অনেকটাই উজ্জীবিত করেছে। আগামী দিনেও ওই কর্মসূচির প্রতিফলন আমরা দেখতে পাব।’