এলাকাবাসীর কাছে তুমুল জনপ্রিয় তিনি। পরিচিত ‘কাছের লোক’ হিসেবেই। আর এবারের পঞ্চায়েত নির্বাচনে জিতে টানা ৯ বার জয়ের নজির গড়লেন মল্লারপুরের ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্টের আমলেও অপ্রতিরোধ্য ছিলেন তিনি। তৃণমূল-জমানায় অনায়াসেই বজায় রেখেছেন সেই ধারাবাহিকতা। ময়ূরেশ্বর এক ব্লকের ডাবুক পঞ্চায়েত সমিতির ২০ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন ৬৩ বছরের ধীরেন্দ্রবাবু।
উল্লেখ্য, বিগত ১৯৮৩ সাল থেকে টানা ২০০৩ পর্যন্ত মল্লারপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ধীরেন্দ্র বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজে নিজের এলাকায় প্রথম শ্রমিকদের বায়োমেট্রিক পেমেন্টের ব্যবস্থা করেন ধীরেন্দ্রবাবু। এলাকার বাসিন্দাদের জন্য অ্যাম্বুল্যান্স কেনেন নিজস্ব তহবিল থেকেই। বাম আমলে তিনিই কেন্দ্রীয় সরকারের সেরা গ্রাম পঞ্চায়েতের পুরস্কার এনেছেন। একবার একশো দিনের কাজের জন্য এসেছিল তা। অন্য চারবার সামগ্রিক বিচারে পুরস্কার পেয়েছিলেন তিনি।