বুধবার ডমিনিকা টেস্টের প্রথম দিনেই কার্যত চালকের আসনে ভারত। টিম ইন্ডিয়ার বোলিং-ব্রিগেডের সামনে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নতুন কীর্তি গড়লেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারতের প্রথম বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে বাবা এবং ছেলেকে আউট করলেন তিনি। ক্রিকেটবিশ্বে এই নজির রয়েছে আরও চার জনের।
উল্লেখ্য, একদা ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার শিবনারাইন চন্দ্রপলকে আউট করেছিলেন অশ্বিন। বুধবার আউট করলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ত্যাগনারাইন চন্দ্রপলকে। ইংল্যান্ডের ইয়ান বথাম, পাকিস্তানের ওয়াসিম আক্রম, অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং দক্ষিণ আফ্রিকার সিমন হার্মারের এমন কৃতিত্ব রয়েছে। স্টার্ক এবং হার্মার আউট করেছেন অশ্বিনের মতোই শিবনারাইন এবং ত্যাগনারাইনকে। নিউ জিল্যান্ডের ল্যান্স কেয়ার্নস এবং তাঁর ছেলে ক্রিস কেয়ার্নসকে আউট করেছিলেন বথাম এবং আক্রম।
পাশাপাশি, এদিনের পর ৩৩ বার টেস্টের একটি ইনিংস পাঁচ উইকেট নিলেন অশ্বিন। ভারতের হয়ে সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৭০২টি উইকেট আপাতত ঝুলিতে রয়েছে তাঁর। অশ্বিনের সামনে সুযোগ রয়েছে হরভজন সিংহকে টপকে যাওয়ার। হরভজন ভারতের জার্সিতে সব ধরনের ক্রিকেট মিলিয়ে নিয়েছিলেন ৭১১টি উইকেট। আর ১০টি উইকেট নিলেই ভাজ্জিকে টপকে যাবেন অশ্বিন। তবে এই তালিকায় শীর্ষে থাকা অনিল কুম্বলেকে টপকানো বেশ কঠিন। কুম্বলে ভারতের হয়ে নিয়েছেন ৯৫৬টি উইকেট। সেই রেকর্ড ভাঙতে হলে আরও ২৫৫টি উইকেট নিতে হবে ‘অ্যাশ’কে।