সদ্যই পঞ্চায়েত ভোটে যে সর্বত্র সবুজ ঝড় দেখা গিয়েছে। দলের এত বড় সাফল্যে চাঙ্গা কর্মীরাও। এবার তৃণমূলের পাখির চোখ চব্বিশে হতে চলা লোকসভা নির্বাচন। আর রাজ্যের ৪২ লোকসভা আসনের ফলাফল নিজেদের পক্ষে ধরে রাখতে চায় শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই চলতি বছরের ২১ জুলাই থেকে রাজনৈতিক ভাবে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুর চড়াবে তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের যখন কয়েক মাস বাকি, তখন এই বৃহত্তর রাজনৈতিক সমাবেশ হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
২১ জুলাইয়ের সভার ছয় মাসের মধ্যেই রাজ্যে লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে। নির্বাচনের পূর্বে তাই দলের সর্ববৃহৎ জনসমাবেশকে লোকসভার প্রচার বার্তার মঞ্চ হিসাবে ব্যবহার করতে চাইছে শাসক দল।তৃণমূল নেতৃত্বের একাংশ পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকলেও ২১শে জুলাইয়ের সভার প্রস্তুতি কয়েকদিন আগে থেকেই শুরু করে দেওয়া হয়েছে। দলের শীর্ষ নেতাদের একাংশ বিষয়টি নিয়ে বৈঠক করেছেন বলেও খবর। তবে ২১-এর মঞ্চে শুধুমাত্র পঞ্চায়েত নির্বাচনের সাফল্য গাঁথা তুলে না ধরে আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি মঞ্চ হিসেবেই ব্যবহার করতে চাইছে তৃণমূল।