রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে নজিরবিহীন নির্দেশ নির্বাচন কমিশনের। ভোট গণনা পর্ব মিটে যাওয়ার পরও ১৫টি বুথে ফের নির্বাচনের নির্দেশ দিল রাজীবা সিনহার কমিশন। হাওড়ার সাঁকরাইলের ওই ১৫টি বুথে গণনার দিন ব্যালট চুরির অভিযোগ উঠেছিল। ওই ১৫টি বুথের নির্বাচনকে কার্যত বাতিল ঘোষণা করে দিল কমিশন।
বস্তুত, ভোটপর্বের পাশাপাশি ভোটের গণনা পর্বেও ব্যাপক গোলযোগের অভিযোগ এনেছিল বিরোধীরা। বিজেপি, সিপিএম, কংগ্রেস তিন দলেরই অভিযোগ, গণনাকেন্দ্রে বিরোধী এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি, মারধর করা হয়েছে। আবার সরকারি আধিকারিকদের প্রভাবিত করে ফলাফল বদলে দেওয়ার অভিযোগও উঠেছে। এই একই ধরনের অভিযোগ ছিল হাওড়ার সাঁকরাইলের মানিকপুর এবং সেরেঙ্গার ১৫টি বুথের ক্ষেত্রেও।
অভিযোগ গণনার দিন ওই ১৫টি বুথের ব্যালট পেপার চুরি করা হয়েছিল। অভিযোগ স্থানীয় বিধায়ক প্রিয়া পালের নেতৃত্বে ব্যালট লুট হয়েছে। কমিশন সেই অভিযোগ পেয়ে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে রিপোর্ট চায়। সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই ওই বুথগুলিতে গোটা নির্বাচনকে কার্যত বাতিল বলে ঘোষণা করা হয়েছে কমিশনের তরফে। একই ধরনের অভিযোগে উত্তর ২৪ পরগনার ৪টি বুথেও ফের নির্বাচনের নির্দেশ দেওয়া হয়েছে।