বিরোধী প্রার্থীরা ভোটে জিতলেও তারা তৃণমূলে চলে আসবেন৷ পঞ্চায়েত নির্বাচনের আগে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল বেরোতে না বেরোতেই দেখা গেল, মুখ্যমন্ত্রীর সেই পূর্বাভাস মিলে গেছে৷
এবার শাসক দলে যোগ দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরে জয়ী বিজেপি প্রার্থী। পাশাপাশি, কাটোয়ার ৩ সিপিএম প্রার্থী ও এক নির্দল প্রার্থীও যোগ দিলেন তৃণমূলে। অন্যদিকে, ভোটে জিতেই ফের তৃণমূলে যোগ দিলেন দল থেকে সাসপেন্ড হওয়া পাঁশকুড়ার দুই নির্দল প্রার্থী। বুধবার তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্র।