আরও একবার দেখা গেল উলটপুরাণ! যার জেরে অস্বস্তিতে বাম-নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনে জিতেই তৃণমূলে যোগ দিলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার ৩ সিপিএম প্রার্থী। উল্লেখ্য, এর আগে পূর্ব বর্ধমানের কালনাতেও ভোটে জিতে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছিলেন সিপিএম প্রার্থী গীতা হাঁসদা। আজ তেমন ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। কাটোয়ার ১ নম্বর ব্লকের শ্রীখণ্ড পঞ্চায়েতের মোট ২০ টি আসন। তার মধ্যে ১১ টি জিতেছিল তৃণমূল। বিজেপি পায় ৫ টি, সিপিএম ৩ টি ও নির্দল ১ টি।
ভোটে জেতার পরই হঠাৎই দলবদল করেন বাগনাগরা ১৯ নং সংসদ থেকে জেতা নির্দল প্রার্থী তনুশ্রী মণ্ডল ও ৩ সিপিএম প্রার্থী। তাঁরা যথাক্রমে তিন, চার ও পাঁচ নম্বর সংসদ থেকে জিতেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের অংশীদার হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান দলত্যাগীরা।