দীর্ঘ অসুস্থতার পর প্রয়াত হলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের স্ত্রী মহাশ্বেতা রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। বহুদিন ধরে ক্যানসারে ভুগছিলেন মহাশ্বেতা। সোমবার রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার পরেই স্ত্রীর মৃত্যুর খবর পান সুখেন্দুশেখর। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মহাশ্বেতা প্রয়াণে শোক প্রকাশ করেছেন।
প্রসঙ্গত, কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ক্যানসারের চিকিৎসাধীন ছিলেন মহাশ্বেতা। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত হয়ে বুধবার তাঁর মৃত্যু হয়েছে। ৪১ বছর শুখেন্দুশেখরের সঙ্গে সংসার করেছেন তিনি। রান্না করতে ভালবাসতেন মহাশ্বেতা। খাওয়াতেও ভালবাসতেন। অবসর সময়ে গান শুনতেন। একমাত্র কন্যা, জামাই এবং নাতনিকে রেখে গিয়েছেন তিনি। স্ত্রীর মৃত্যুর পর সাংসদ সুখেন্দুশেখর জানিয়েছেন, তাঁর পাশে সব সময় ছিলেন, এমন এক জন ভাল মানুষকে হারিয়েছেন তিনি। ভাল বন্ধুকে হারিয়েছেন। বুধবার কেওড়াতলা শ্মশানে সম্পন্ন হবে মহাশ্বেতার শেষকৃত্য।