বাংলার মুকুটে যোগ হল আরও এক সফলতা। নরেন্দ্র মোদীর ভারতে অনলাইনে চাকরি পাওয়ার দৌড়ে দেখা যাচ্ছে দেশের তুলনায় অনেক অনেক এগিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা। এখন দেশের বহু বেসরকারি সংস্থা কর্মী নিয়োগের ক্ষেত্রে ই-রিক্রুটমেন্টের ওপর জোর দিচ্ছে। সেই সংস্থাগুলির হিসেবই বলে দিচ্ছে, দেশের অন্যান্য বড় শহরগুলির তুলনায় এই কাজে এগিয়ে রয়েছে কলকাতা।
এই পদ্ধতিতে অনলাইনে চাকরির আবেদন নেওয়া থেকে শুরু করে ইন্টারভিউ পর্যন্ত নেওয়া হয়। তারপর বাছাই করা প্রার্থীদের নিয়োগ করা হয় কাজের জায়গায়। বেসরকারি চাকরি সংক্রান্ত বিষয়ে নামজাদা উপদেষ্টা সংস্থা ফাউন্ডইট জানিয়েছে, কলকাতার চাকরির বাজার ১২ শতাংশ বেড়েছে। বাকি শহরগুলিতে সেই হার অনেকটাই কম।
উল্লেখ্য, ফাউন্ডইট ২০০৯ সালের নভেম্বর থেকে ভারতের কাজের বাজারের তথ্য রাখার কাজ শুরু করেছিল। সেই সালকেই সূচনাকাল হিসেবে ধরেছে সংস্থাটি। তাঁদের একেবারে গোড়ার দিকে কলকাতার সূচক ছিল ১০০। এবারের রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, কলকাতার কাজের বাজারের সূচক এখন ২৯৫। চলতি বছরে মে মাসে এই সূচক ছিল ২৬৩। অর্থাৎ বৃদ্ধির হার ১২ শতাংশের বেশি। সেই তুলনায় পিছনের সারিতে রয়েছে মুম্বই, দিল্লি এবং বেঙ্গালুরু। মুম্বইতে চাকরির বাজারের বৃদ্ধির হার মাত্র ৪ শতাংশ। বেঙ্গালুরু এবং দিল্লির ক্ষেত্রে এই হার ৩ শতাংশ। আহমদাবাদে মাত্র ১ শতাংশ বেড়েছে কাজের বাজার। প্রায় একই হাল হায়দরাবাদ, পুনে বা কোচির মতো শহরগুলির।