পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরই নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলল শাসক দল তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রাম নিয়ে রাজনৈতিক চাপানউতর অব্যাহত। এরই মধ্যে এই অশান্তির ঘটনা নিয়ে সরগরম হয়ে উঠেছে জেলার রাজনীতি। পূর্ব মেদিনীপুরের তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা কুণাল ঘোষ অভিযোগ করেছেন, ‘নন্দীগ্রামে ল্যাজেগোবরে হওয়ার পর রাত থেকে হামলা করছে বিজেপি। ভেকুটিয়া অঞ্চলের তৃণমূলের ১৩ জন হাসপাতালে। দল সংযম দেখাচ্ছে। কিন্তু সবকিছুর একটা সীমা আছে’।
প্রসঙ্গত, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় জেলা পরিষদের ক্ষমতা ধরে রাখল তৃণমূল। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ফের তৃণমূলেরই দখলে! ৭০ আসনের জেলা পরিষদের বেশিরভাগ আসনে জয়ী তৃণমূল। শেষ পাওয়া খবরে, তৃণমূলের দখলে ৫০ টি এবং বিজেপির দখলে ১২ টি জেলা পরিষদ আসন। বাকি আটটি আসনের গণনা শেষ পর্যায়ে।
বাংলার সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে পূর্ব মেদিনীপুর জেলার গুরুত্ব অপরিসীম। ২০১১ সালের রাজ্য সরকারে পালাবদলের আগের পঞ্চায়েত ভোট অর্থাৎ ২০০৮ সালের ভোটে রাজ্যের ২টি জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল। তার মধ্যে একটি ছিল পূর্ব মেদিনীপুর। নন্দীগ্রাম আন্দোলনের জমিও এখানে।