অনেকেই ভাবেন দলের টিকিট না পেলে নির্দল হয়ে দাঁড়িয়ে জিতব। কিন্তু নির্দল হয়ে জিতে আসলে দলে আর সুযোগ নেই। যারা বেইমানি করছে তাদের দলে নেওয়া হবে না৷ দলের শৃঙ্খলার উপরে কেউ নয়। নব জোয়ার সভা থেকেই সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
যেমন কথা তেমন কাজ। জয়ী নির্দল প্রার্থীদের দলে ফেরানো হবে না বলেই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। ভোটের ফল বেরনোর পরেই নির্দল নিয়ে নজরদারি বাড়াচ্ছে তারা। নির্দলদের দলে ফেরানো নয়— আরও একবার জেলা সভাপতিদের বার্তা দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ করে নজর রয়েছে শাসকদলের। যে কোনও যোগদানে দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন নিতেই হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।