পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হতে দেখা গিয়েছিল বিরোধীদের। অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় বলাগড়ের শান্তনু বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে গ্রেফতার করে শাসক দলকে বিপাকে ফেলার চেষ্টায় ত্রুটি রাখেনি ইডি-ও। কিন্তু তাদের এলাকায় ভোটের ফলে দুর্নীতি কোনও প্রভাব ফেলতেই পারল না।
পঞ্চায়েত ভোটের ফলে সকলেরই নজর ছিল হুগলির বলাগড়ের দিকে। আর সেখানেও জয় ছিনিয়ে নিল তৃণমূল। শান্তনুর বাড়ি যে এলাকায় সেখানকার বুথ থেকে পঞ্চায়েত, সর্বত্র সবুজ ঝড়। শান্তনু শ্রীপুর-বলাগড় পঞ্চায়েত এলাকার বাসিন্দা। ২০১৮ সালে এই পঞ্চায়েত এলাকায় ২১টি আসনের মধ্যে ১৪টিতে জিতেছিল তৃণমূল। এবার আসন সংখ্যা বেড়ে হয়েছে ২৫। তৃণমূলের জয় ১৬টিতে, বিজেপি জিতেছে পাঁচটি আসনে। ২টি আসনে নির্দল জিতেছেন, সিপিআইএম পেয়েছে ২টি আসন। শান্তনুর গ্রেফতারের দাবিতে আন্দোলনে পথে নেমেছিল সিপিআইএম। কিন্তু ভোটের ফল থেকেই স্পষ্ট যে মানুষের আস্থা অর্জন করতে পারেনি বামেরা।