পঞ্চায়েত নির্বাচনে আন্দোলনের মাটি সিঙ্গুরের ১৬টির মধ্যে ১৬টি পঞ্চায়েতই নিজেদের দখলে রাখল তৃণমূল। বস্তুত, শাসক দলের দাপটে খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিজেপি ও বাম-কংগ্রেস। ন্যানো কারখানা প্রকল্পের প্রস্তাবিত এলাকা খাসেরভেড়ি, সিংহেরভেড়ি থেকে বাজেমেলিয়া, গোপালনগর, বেড়াবেড়ি পঞ্চায়েতে নিরঙ্কুশ আধিপত্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দলেরই। এই সব পঞ্চায়েতগুলিতে টিমটিম করে একটি বা দু’টি আসনে জিতেছে বিরোধীরা।
অন্যদিকে, সিঙ্গুর পঞ্চায়েত সমিতির ৪৮টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ৪৭টি আসনে, বাকিটিতে জয় পেয়েছেন সিপিএম প্রার্থী। সমিতিতে হরিপালের ৪৫টির মধ্যে সব ক’টিতেই অবশ্য জয়ী তৃণমূল। তৃণমূলের প্রতিক্রিয়া, সিঙ্গুর যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের ওপর এবং উন্নয়নে ভরসা রেখেছে, তাতে আমরা কৃতজ্ঞ। কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাও। তিনি বলেন, ‘এই জয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। সিঙ্গুরের মানুষের আশীর্বাদ সব সময় তৃণমূলের সঙ্গেই ছিল। সিঙ্গুরের এলাকার মানুষের ব্যাপক উন্নয়ন করেছে তৃণমূল সরকার, আর মানুষ তাই উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছে।’