অনেক কাঠখড় পুড়িয়েও কোনো লাভ হল না পদ্মশিবিরের। বীরভূমে জয়ের ধারা অব্যাহত রাখল তৃণমূল। বগটুই গ্রামের চারটি আসনেই জয়ী হয়েছে ঘাসফুল শিবির। উল্লেখ্য, মনোনয়ন পর্বের পরই দু’টি পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল তৃণমূল। জিতেছিলেন লক্ষ্মী বিবি ও নূরে আলম। মঙ্গলবার ভোটের ফলপ্রকাশের পর জিতলেন তৃণমূলের দুই প্রার্থী রুবিনা বিবি ও নাজেমুল হক। তৃণমূলের বিধায়ক তথা জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জানান, “মুখ্যমন্ত্রী যেভাবে বগটুই গ্রামে এসে মানুষের পাশে দাঁড়িয়েছেন এটা তার ফল। একইসঙ্গে এটা একটা কুৎসার জবাব।”
প্রসঙ্গত, ক্ষমতা দখলের লড়াইকে কেন্দ্র করে সৃষ্ট রেষারেষিতে গত বছর ২১শে মার্চ বগটুই গ্রামে পুড়িয়ে খুন করা হয় ১০ জনকে। যার মূলে ছিল পঞ্চায়েত দখল। বড়শাল পঞ্চায়েতের মধ্যেই পড়ে বগটুই। প্রথমে সেই পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে গুলি ও বোমা মেরে খুন করা হয়। তারই পালটা বগটুই গ্রামে ১০ জনকে পুড়িয়ে খুন করা হয়। সেই বগটুই গ্রামে বইল সবুজ ঝড়। পাশাপাশি, ওই পঞ্চায়েত অর্থাৎ বড়শাল পঞ্চায়েতও তৃণমূলের দখলে। বড়শাল পঞ্চায়েতের ২২টি আসনের মধ্যে ১১টিতে জিতেছে শাসকদল।