মঙ্গলবার ঘোষিত হয়েছে বাংলার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে নির্বাচনপর্ব। দিকে দিকে জয়ের উদযাপনে মেতে উঠেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সরকারিভাবে ফলাফল ঘোষণা হওয়ার আগেই বিজয় মিছিলে মাতলেন কেশপুরের বিধায়িকা তথা রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা। কেশপুরে পঞ্চায়েত নির্বাচনের সরকারিভাবে কোন ফলাফল ঘোষণা করা হয়নি। কিন্তু জয়ের ব্যাপারে তারা ১০০% নিশ্চিত । তাই সবুজ আবিরে একে অপরকে রাঙিয়ে দিলেন। তুললেন মা মাটি মানুষের স্লোগান।
পাশাপাশি বিরোধীদেরকে কটাক্ষ করতে ভোলেননি শিউলি। “বিরোধীদের সন্ত্রাস প্রত্যাখ্যান করেছেন গ্রাম বাংলার মানুষ। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের উপরেই ভরসা রেখেছেন। কেশপুর জুড়ে তাই সবুজ আবির উড়ছে। কেশপুরে প্রায় সব জায়গাতেই বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছে তৃণমূল আর যে কটা জায়গায় নির্বাচন হয়েছে সেখানেও বিরোধীরা শূন্য হয়ে গিয়েছে। গত কয়েকদিন ধরে যে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছিল তা বিরোধীদের চক্রান্তে হয়েছিল ।কিন্তু মানুষ পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ভরসা করেছে। তাই দিকে দিকে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হচ্ছে”, জানান তৃণমূল বিধায়ক।