ভারতে সেমিকন্ডাকটর চিপ বানানোর ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বড় স্বপ্ন দেখাতে চেয়েছিলেন, এবার তা বড়সড় ধাক্কা খেল। মোদী রাজ্যের আমেদাবাদে বেদান্তা ও টাইওয়ানের সংস্থা ফক্সকনের যৌথ উদ্যোগে সেমিকন্ডাকটর প্রস্তুত কেন্দ্র গড়ে তোলার প্রোজেক্ট থেকে সরে দাঁড়াল বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর উৎপাদক সংস্থা। ফক্সকনের এই ঘোষণার পর কেন্দ্রে মোদী সরকার অবশ্য ড্যামেজ কন্ট্রোলে নেমেছে। তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন, এটাকে ধাক্কা বলে দেখা ভুল হচ্ছে। প্রধানমন্ত্রীর স্বপ্ন অনেক বড়। ফক্সকনের সিদ্ধান্তে তা থমকে যাবে না।
প্রসঙ্গত, ফক্সকনের বিনিয়োগের প্রস্তাব নিয়ে গোড়া থেকে একটা রাজনীতিও হচ্ছে। বলা যেতে পারে, এর মধ্যে রাজনীতি ঢুকে পড়েছে। আগে মহারাষ্ট্রের পুণেতে এই কারখানা গড়ে ওঠার কথা ছিল। গত বছর গুজরাত নির্বাচনের ঠিক আগে হঠাৎ করে বেদান্তা জানায় যে প্রকল্প মহারাষ্ট্র থেকে সরছে। তা গড়ে উঠবে গুজরাতের আমেদাবাদে। মহারাষ্ট্রের মহাজোটের নেতারা তখনই বলতে শুরু করেছিলেন যে বিজেপি প্রভাব খাটিয়ে প্রকল্প গুজরাতে সরিয়ে নিয়ে গেল। ফক্সকনের এই সিদ্ধান্ত নিয়ে মোদী সরকারকে খোঁচা দিতে ছাড়েনি কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, এরকম কত না মউ সই হয়েছে ভাইব্রান্ট গুজরাত সম্মেলনে। ভারতীয় সংবাদমাধ্যম তো বটেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও ফক্সকনের এই সিদ্ধান্তের খবর বড় করে প্রকাশিত হচ্ছে। যা সম্ভবত উদ্বেগ বাড়াচ্ছে নয়াদিল্লির।