পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা শুরু হতেই উত্তাপ বাড়ছে রাজনৈতিক দলগুলির। ২২টি জেলায় ৬১,৫৩৯টি বুথে ভোটদানের পর আজ, মঙ্গলবার ফলাফলের পালা। শুরু ব্যালটের গণনা। এদিকে ফল প্রকাশ্যে আসতে শুরু করতেই দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে প্রথম পাঁচ ঘণ্টাতেই অনেকটাই এগিয়ে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের হাইভোল্টেজ কেন্দ্রগুলির অন্যতম ভাঙড়ে দেখা গেল দুই ভিন্ন ছবি।
ভাঙড় জুড়ে তৃণমূলের জয়জয়কার হলেও আরাবুলের খাস তালুকে থমকে গেল তৃণমূল। এখনও পর্যন্ত মোট ১১টি বুথে ভোট গণনা শেষে ভাঙড় দু নম্বর ব্লকের দশটি পঞ্চায়েতের মধ্যে নটি পঞ্চায়েত তৃণমূলের দখলে বোর্ড গঠন করবে তৃণমূল কংগ্রেস এমনই দাবি আরাবুল ইসলামের।
যদিও ভাঙড়ে নিজের খাস তালুকে হারলেন তৃণমূল নেতা আরাবুল ইসলাম। হারের পর গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান তিনি। ভাঙড়ের পোলেরগাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েত ছাতছাড়া হল তৃণমূলের। গত পঞ্চায়েত ভোটেও তৃণমূলকে লড়াই দিয়েছিল জমি রক্ষা কমিটি। এবার ছিনিয়ে নিল জয়। ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে হারল তৃণমূল কংগ্রেস।
২০২১ সালে ভাঙড়ে জয়লাভ করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তার পর থেকে ভাঙড়ে দাপট বেড়েছে আইএসএফের। এবারও ভাঙড়ে মনোনয়নপত্র পেশ ঘিরে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ বেধেছিল আইএসএফের। তার ফলে জমি কমিটির সঙ্গে তৃণমূলের বিবাদ আর নেই। কিন্তু পঞ্চায়েত ভোটের ফল বলছে, পোলেরহাটে এখনও জমি কমিটির একটা বড় সমর্থন রয়েছে। যদিও ভাঙড় দুই জুড়ে দখল বহাল রেখেছে ঘাসফুল শিবির।