বর্তমানে দেশের বিভিন্ন ধর্মের মানুষের রীতিনীতি অনুযায়ী আলাদা বিধি চালু আছে। বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তির অধিকার-সহ কিছু বিষয়ের নিষ্পত্তি বিভিন্ন ধর্ম, জাতি ও উপজাতিদের মধ্যে প্রচলিত নিজস্ব আইন ও বিধি অনুযায়ী হয়ে থাকে। কিন্তু লোকসভা নির্বাচনের আগেই দেশে অভিন্ন দেওয়ানি বিধি আনতে চায় মোদী সরকার। যা চালু হলে সব ধর্ম, জাত ও সম্প্রদায়ের মানুষের জন্য একটাই নিয়ম হবে। এদিকে চলতি বছরের শেষের দিকেই তেলেঙ্গানায় বিধানসভার ভোট। আর ওই ভোটে মুসলিমদের সমর্থন না পেলে ফের মসনদে ফেরা অসম্ভব হয়ে উঠবে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের। আর তা বুঝতে পেরেই সোমবার অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিরুদ্ধে সুর চড়িয়েছেন তিনি। স্পষ্টই জানিয়ে দিয়েছেন, সংসদের আসন্ন বাদল অধিবেশনে মোদী সরকার অভিন্ন দেওয়ানি বিধি চালুর চেষ্টা করলে তার বিরোধিতা করবে ভারত রাষ্ট্র সমিতি।
প্রসঙ্গত, অভিন্ন দেওয়ানি বিধি চালুর যাতে বিরোধিতা করেন সেই আর্জি নিয়ে সোমবার ভারত রাষ্ট্র সমিতির সুপ্রিমো কেসিআর-এর সঙ্গে দেখা করেছিলেন মুসলিমদের অন্যতম শীর্ষ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ডের সদস্যরা। ওই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিআরএস সুপ্রিমো অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে স্পষ্ট জানিয়ে দেন, এ বিষয়ে সমমনোভাবাপন্ন দলগুলিকে সঙ্গে নিয়েই অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিরোধিতা করবে। বিজেপিকে নিশানা করে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, ‘ধর্মের নামে হিংসা ও ঘৃণা ছড়িয়ে দেশকে বিভাজনের পথে ঠেলে দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে। নতুন করে ফের ষড়যন্ত্র শুরু হয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি চালুর নামে ওই ষড়যন্ত্র চলছে। সংসদের বাদল অধিবেশনে যদি বিজেপি নেতৃত্ব অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল পেশ করে তাহলে বিআরএস সাংসদরা সংসদের দুই কক্ষেই তার বিরোধিতা করবে। দেশকে নতুন করে ভাগ করার ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবে না।’