সেই ২০০০ সালে শেষবার পঞ্চায়েত ভোট হয়েছিল পাহাড়ে। এবার দীর্ঘদিন পর দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানে। আর আজ ভোট গণনায় এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে ক্রমশই অস্বস্তি বাড়ছে বিজেপির। দার্জিলিংয়ে ভোটের ফলাফলের নিরিখে এগিয়ে রয়েছে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। পাহাড়ের দখল নিচ্ছে অনীত থাপার দল। এমনটাই খবর। কালিম্পংয়েও একই ছবি। উল্লেখ্য, বিজিপিএমের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠতা রয়েছে। অন্যদিকে, বিজেপি এবার অন্যান্য আঞ্চলিক শক্তিকে নিয়ে জোট করার চেষ্টা করেছিল। কিন্তু সেই জোট কার্যত মুখ থুবড়ে পড়েছে বলে খবর।
প্রসঙ্গত, দার্জিলিংয়ে মোট আসন ৫৯৮টি। ১টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যান্যরা ২৬টিতে জয়ী হয়েছে। ৩৭টিতে এগিয়ে রয়েছে। নির্দলদের মধ্য়ে ৯টি আসনে জয়ী তারা। এগিয়ে রয়েছে ২১টিতে। কালিম্পংয়ে ২৮১টি আসন। ভোট হয়েছে ২৮০টি আসনে। একটিতে এগিয়ে তৃণমূল। বিজেপি ৪টিতে জয়ী ও ৩টিতে এগিয়ে রয়েছে। অন্যান্যরা ৩৪টিতে জয়ী হয়েছেন। ৪০টিতে অন্যান্যরা এগিয়ে রয়েছেন। নির্দলরা ১১টিতে জয়ী হয়েছেন। তারা ২৫টিতে এগিয়ে রয়েছেন। তবে তাৎপর্যপূর্ণভাবে এবার পাহাড়ে বড় ধাক্কার মুখে বিজেপি।