মধ্যপ্রদেশে আদিবাসী যুবকের মুখে ‘বিজেপি কর্মী’র প্রস্রাবের ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল গোটা দেশে। ক্ষমা চেয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এমনকী ওই যুবকের পা ধুইয়ে দেন তিনি। চাঞ্চল্যকর মোড় নিল ওই ঘটনায়।
কংগ্রেস-সহ বিরোধীদের দাবি, যে ব্যক্তির মুখে প্রস্রাব করা হয়েছিল আর যাঁর ধুইয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী, উভয়ে এক লোক নয়। নেটিজেনদের একাংশও একই দাবি করেছে। এইসঙ্গে বিজেপি সরকারের অস্বস্তি বাড়িয়ে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন আদিবাসী যুবক (যাঁর পা ধুইয়ে দেন শিবরাজ)।
আদিবাসী যুবক দাষ্মান্ত রাভের মুখে প্রস্রাব করার অভিযোগ ওঠে প্রবেশ শুক্লা নামের এক ‘বিজেপি কর্মী’র বিরুদ্ধে। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। গ্রেফতার করা হয় প্রবেশকে। এমনকী বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় অভিযুক্তের বাড়ি।
সেই সময়েই প্রবেশের বোন জানান, ‘একটা পুরনো ভিডিও নতুন করে প্রকাশ করা হচ্ছে, কারণ সামনেই নির্বাচন’। সম্প্রতি একটি ভিডিও সাক্ষাৎকারে একই কথা বলেন নিগৃহীত দাষ্মান্ত। তাঁর কথায়, ‘ওই ঘটনা ২০২০ সালের’। মধ্যপ্রদেশ সরকারের অস্বস্তি বাড়িয়ে আরও বলেন, ‘ঘটনার সময় মদ্যপ অবস্থায় ছিলাম। হুঁশ ছিল না। খেয়াল করিনি কে আমার মুখে প্রস্রাব করেছিল’।
এদিকে নেটিজেনদেরও দাবি, যাকে ভিডিওতে দেখা গিয়েছে তাঁর বয়স ১৬-১৭-র বেশি হবে না, মুখ্যমন্ত্রী যাঁর পা ধুইয়ে দিয়েছেন তাঁর বয়স ৩৫ ঊর্ধ্ব। মধ্যপ্রদেশ কংগ্রেস টুইট করে, ‘অন্য একজনের পা ধুইয়ে নাটক করেছেন শিবরাজ। প্রকৃত নির্যাতিতের খোঁজ মিলছে না। মধ্যপ্রদেশের মানুষ এই ভণ্ডামি ক্ষমা করবে না’। যদিও মধ্যপ্রদেশ পুলিশ এই দাবি মানতে চায়নি।