পঞ্চায়েত ভোটে রাজ্য নির্বাচন কমিশন ও সরকারের ভূমিকার তীব্র নিন্দা করেছিল সিপিএম, কংগ্রেসও। সিপিএম সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীরা বিজেপির শুভেন্দু অধিকারীর সুরে সুর মিলিয়েই এই ভোটকে ‘প্রহসন’ আখ্যা দিয়েছিলেন। কিন্তু এই ‘প্রহসনের’ পঞ্চায়েতে এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে বিজেপির চেয়ে এগিয়ে রয়েছে বাম-কংগ্রেস।
প্রসঙ্গত, রাজ্যের সর্বত্র বাম-কংগ্রেসের মধ্যে সুসংহত জোট হয়নি। কোথাও তা হয়েছে, কোথাও দুই দলই প্রার্থী দিয়েছে। মোট ৬৩২২৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬৩২১৯টি আসনে ভোট হয়েছে। দুপুর সাড়ে ১২টায় রাজ্য নির্বাচন কমিশন যে পরিসংখ্যান জানাচ্ছে তাতে দেখা যাচ্ছে, ৯৪২টি আসনে জিতে গিয়েছে শাসক দল। তৃণমূল এগিয়ে রয়েছে আরও ২৫৯০টি আসনে।
এর মধ্যে বিজেপি জিতে গিয়েছে ১০৩টি আসনে। তারা এগিয়ে রয়েছে ৬৬৪টি আসনে। বামেরা জিতে গিয়েছে ৪৭টি আসনে। এগিয়ে রয়েছে ৫৫৮ আসনে। আর কংগ্রেস ২৬টি আসনে জিতে গিয়েছে। সেই সঙ্গে ১৬৭টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ প্রাথমিক ট্রেন্ডে বিজেপির তুলনায় বেশি আসনে এগিয়ে রয়েছে বাম-কংগ্রেস।