পঞ্চায়েত নির্বাচনে জিতলেন বীরভূমের দুবরাজপুরের শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডল। এই সেই শিবঠাকুর মণ্ডল, যিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুবরাজপুর থানায় মারধর করার অভিযোগ দাযের করেছিলেন, যার জেরে অনুব্রতের দিল্লি যাওয়া কিছুদিনের হলেও আটকে গিয়েছিল।
বীরভূমের দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকা মণ্ডলকে পঞ্চায়েত নির্বাচনের টিকিট দেয় তৃণমূল। ১৬৫ নম্বর বনকাটি সংসদে তিনি দাঁড়িয়ে ছিলেন। এদিন গণনা শেষে দেখা যায় ওই পদে তিনিই জয়ী।
উল্লেখ্য, শিবঠাকুর মণ্ডলের অভিযোগের ভিত্তিতে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল দুবরাজপুর থানার পুলিশ। আসানসোলের জেল থেকে অনুব্রত মণ্ডলকে আনা হয়েছিল দুবরাজপুরে। পুলিশ হেফাজত নেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে। এবারের পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া হয় মামলাকারীর স্ত্রী লিপিকাকে।