ভোট গণনার দিনেও হিংসার ঘটনা ঘটল মুর্শিদবাদের হরিপরপাড়ায় অভিযোগ, গণনাকেন্দ্রে আসার পথে তৃণমূল প্রার্থী ও তাঁর স্বামীকে রাস্তায় বেধড়ক মারধর করা হয়েছে। গাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে।
মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর হাইস্কুল মোড় সংলগ্ন এলাকায়। সূত্রের খবর, ভোট গণনাকেন্দ্রে আসার পথে আক্রান্ত হন হরিহরপাড়ার গোবিন্দপুরের গ্রাম পঞ্চায়েতের প্রার্থী মামনি বিবি ও তার স্বামী মহিবুল মণ্ডল। অভিযোগ, মহিলা প্রার্থী ও স্বামীকে আটকে রেখে হেনস্থা করা হয়। তাঁদের বেধড়ক মারা হয়েছে বলেও অভিযোগ। তৃণমূলের তরফে এই অভিযোগ আনা হয়েছে সিপিএমের বিরুদ্ধে।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, তাঁদের প্রার্থী গণনাকেন্দ্রে যাচ্ছিলেন। সেই সময় তাঁদের গাড়ি আটকায় সিপিএমের কর্মী-সমর্থকরা। রাস্তায় তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ। এমনকী তাঁদের গাড়িও ভাঙচুর করার অভিযোগ করা হয়েছে। পরিস্থিতি সামলা দিতে ঘটনাস্থলে পৌঁছেছে হরিহরপাড়ার থানার পুলিশ।