বিজেপিশাসিত মণিপুরে এখনও অব্যাহত জাতিদাঙ্গার আগুন। গত মে মাস থেকে কুকি ও মেইতেই গোষ্ঠীর সংঘর্ষে হিংসার আগুন ছড়িয়ে পড়ে উত্তর-পূর্বের এই রাজ্যে। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। ব্যাপক প্রভাব পড়ছে চাষবাসের ওপরে। বহু কৃষকই ফসল তুলতে পারছেন না ক্রমবর্ধমান হিংসার জেরে। যদি অবিলম্বে পরিস্থিতি পরিবর্তন না হয় তাহলে আগামী কয়েক মাসের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলির মধ্যে খাদ্যের সংকট দেখা দেবে।
তবুও এ বিষয়ে নিরুদ্বেগ মোদী সরকার। এই পরিস্থিতিতে এবার মণিপুরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের চার সদস্যের প্রতিনিধিদল। এই প্রতিনিধি দলে রয়েছেন, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কাকলী ঘোষদস্তিদার। ১৪ই জুলাই মণিপুরে যাবেন তাঁরা। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, গত তিন মাস ধরে লাগাতার হিংসায় বিধ্বস্ত মণিপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়েছে বিজেপির ডবল ইঞ্জিন সরকার। তাই মণিপুরবাসীর পাশৃ থাকার বার্তা দিতে এবং পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে তৎপর বাংলার শাসকদল।