উত্তর ভারতে অব্যাহত প্রবল বর্ষণ। যার জেরে জলমগ্ন একাধিক রাজ্য। হিমাচল, উত্তরাখণ্ড, দিল্লীতে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভূমিধস-হড়পা বানে তছনছ কাশ্মীরও। মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টির তেজ আরও বাড়বে উত্তর ভারতের কয়েকটি রাজ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলোতে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। উত্তরে বৃষ্টি আরও বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টির তেমন দেখা নেই। উল্টে বাড়ছে গরম। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে ফের ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে। মঙ্গল ও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে পাহাড়ি জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন ঘটবে না বাংলায়।
পাশাপাশি, আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে আরও কয়েকদিন। তাপমাত্রার তেমন হেরফের হবে না। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বুধ-বৃহস্পতিবার অবধি আবহাওয়ার এমন পরিস্থিতি থাকবে। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে। সোমবার বিকেলের পর থেকে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। প্রবল বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার জেলাতে এবং সংলগ্ন কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে। মঙ্গল এবং বুধবার ঝমঝমিয়ে বৃষ্টি হবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণ-পশ্চিম রাজস্থানে নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। মৌসুমী অক্ষরেখা শিবপুরি সিদ্ধি ডালটনগঞ্জ হয়ে বাঁকুড়ার উপর দিয়ে গিয়ে উত্তর-পূর্ব ভারতের রাজ্য মনিপুর পর্যন্ত বিস্তৃত। এর জেরে উত্তর ভারতে বৃষ্টি আরও বাড়বে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় উত্তরাখন্ড, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, গুজরাত, মধ্যপ্রদেশ এবং সিকিম, বিহার, কঙ্কন ও গোয়ায় প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা।