এর আগে চলতি বছরের এপ্রিল মাসেই রাজ্য সরকারি কর্মচারীদের ৩ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার ফের একবার রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন বাড়তে চলেছে। জানা গিয়েছে, ৩ শতাংশ হারে বাৎসরিক বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীদের।
তবে পেনশন প্রাপকেরা এই বাৎসরিক বেতন বৃদ্ধির কোনও সুবিধা পাবেন না। কেবলমাত্র বর্তমান কর্মচারীদেরই মাসিক বেতন ৩ শতাংশ হারে বাড়তে চলেছে। এক্ষেত্রে লাভবান হবেন শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা ও পঞ্চায়েতসহ বিভিন্ন স্বশাসিত সংস্থাও। এছাড়া, রাজ্য সরকারের যে প্রচুর চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে, তাঁদের বেতনও ৩ শতাংশ হারেই বাড়তে চলেছে।