গত শনিবার ভোটের শুরু থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। প্রশ্ন উঠতে শুরু করেছিল রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও। তবে এ নিয়ে আগেই তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ দাবি করেছিলেন, ‘রাজ্যে ৬১ হাজার বুথ। তার মধ্যে কেবল ৪৬টি বুথ থেকে অশান্তির আসছে।
কিন্তু সেই সব ছোট ঘটনাকেই বড় করে দেখানো হচ্ছে।’ এবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও বললেন, ‘শুধু কমিশন কমিশন করলে হবে না। এটা একটা বৃহত্তর চক্রান্ত।’ কিছুটা সংবাদমাধ্যমকেও কাঠগড়ায় দাঁড় করান তিনি। বলেন, ‘আমি বারবার বলছি, আপনারা দেখাবেন না ঠিক মতো। যাঁরা উস্কানি দিচ্ছেন, তাঁদের চক্রান্ত। যাঁরা বাংলাকে বদনাম করতে চায়, তাঁদের চক্রান্ত।’ ফিরহাদ আগেও বলেছিলেন, ‘কেন্দ্রীয় বাহিনী করে তো এত লাফানো হয়েছিল। তাহলে কেন্দ্রীয় বাহিনী কী করল?’