গত ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে শিব সেনার নাম-প্রতীক দুই-ই চলে যায় একনাথ শিণ্ডে শিবিরে। বড় ধাক্কা খায় দ্বিতীয় পক্ষ উদ্ধব শিবির। কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন উদ্ধব ঠাকরে এবং তাঁর সঙ্গীরা। সোমবার শীর্ষ আদালত ওই আবেদন গ্রহণ করল। মামলার শুনানি হবে আগামী ৩১ জুলাই।
গত বছরের জুন মাসে মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাঁরই সহকর্মী একনাথ শিণ্ডে। পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হন। নিজেদের আসল ‘শিব সেনা’ বলে দাবি করে কমিশনের কাছে দলীয় প্রতীক ব্যবহারের অনুমতি চান শিণ্ডে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁকে সেই অনুমতি দেয় কমিশন।
যদিও কমিশনকে উদ্ধব বলেছিলেন, ‘শিণ্ডে নিজে দলত্যাগ করেছেন, তিনি কখনওই দলকে নিজের বলে দাবি করতে পারেন না’। এরপর গত অক্টোবরে দলের প্রতীক ‘তির-ধনুক’ ‘ফ্রিজ’ করে দেয় নির্বাচন কমিশন। জানিয়ে দেয়, আসন্ন নির্বাচনগুলিতে উদ্ধব ঠাকরে বা একনাথ শিণ্ডে, কোনও শিবিরই দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। যদিও পড়ে কমিশনের সিদ্ধান্তে অস্বস্তিতে পড়ে উদ্ধব শিবির।
এর বিরুদ্ধেই শীর্ষ আদালতে আবেদন করেন উদ্ধব ঠাকরে। যদিও শিণ্ডে শিবিরে শিব সেনার অধিকাংশ বিধায়ক থাকায় এবং কমিশন সিদ্ধান্ত নিয়ে ফেলায় আদালত মামলা শুনবে কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও সোমবার মামলাটি তালিকাবদ্ধ করেছে সুপ্রিম কোর্ট। শুনানি হবে ৩১ জুলাই।