মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারাল ভারতের মহিলা দল। অর্ধশতরান করলেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ভাল বল করলেন স্পিনাররাও। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। রবিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। পরিস্থিতির সুবিধা কাজে লাগান স্পিনাররা। ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। জবাবে হরমনপ্রীত ৩৫ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন। সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা ৩৪ বলে ৩৮ রান করেন। দু’জনে তৃতীয় উইকেটে ৭০ পানের জুটি গড়েন।
মাত্র ১৬.২ ওভারেই রান তুলে নেয় ভারত। ছ’টি চার এবং দুটি ছয় মারেন হরমনপ্রীত। ভারতের রান তাড়া করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন স্মৃতি। শুরুর দিকে তাঁর ব্যাট থেকে ভাল কিছু বাউন্ডারি দেখা যায়। মারুফা আখতারের বলে তাঁর স্কোয়্যার কাট ছিল নয়নাভিরাম। এদিন ভারতীয় স্পিনারদের কৌশল বুঝতেই পারেননি বাংলাদেশের ব্যাটারেরা। দীপ্তি শর্মা চার ওভার বল করে কোনও উইকেট না পেলেও মাত্র ১৪ রান দেন। অনুষা বারেড্ডি চার ওভারে ২৪ রান দেন। মিনু মানি তিন ওভারে ২১ রানে এক উইকেট নেন। হরমনপ্রীত অফসাইডে পাঁচ ফিল্ডার রেখেছিলেন। বোলারেরা পঞ্চম বা ষষ্ঠ স্টাম্প লক্ষ্য করে বল করে যান। ফলত বারবার সমস্যায় পড়ছিলেন বাংলাদেশের ব্যাটাররা।