পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই রাজ্যে শুরু হয়ে গিয়েছিল বিজেপির সন্ত্রাস। ভোটের পরেও থামছে না গেরুয়া বাহিনীর সেই তাণ্ডব। রবিবার সকাল থেকে রাত পর্যন্ত নন্দকুমারের শ্রীকৃষ্ণপুর-সহ তমলুকের নাইকুড়ি ব্লক এলাকায় দফায়-দফায় বিজেপির পথ অবরোধ, বিক্ষোভের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিজেপি কর্মী-সমর্থকদের মারে গুরুতর জখম হন তমলুক শহর তৃণমূলের সভাপতি। তাঁর বাইকও জ্বালিয়েও দেওয়া হয়। বিক্ষোভকারীদের ইটবৃষ্টি, তাণ্ডব সামাল দিতে লাঠি চালায় পুলিশ। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।
সূত্রের খবর, রবিবার সন্ধেয় তমলুকের নাইকুড়িতে তমলুক শহর তৃণমূলের সভাপতি চঞ্চল খাড়াকে বেধড়ক মারধর করা হয়। পুড়িয়ে দেওয়া হয় তাঁর বাইক। তাঁকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে তীব্র ক্ষোভের মুখে পড়ে পুলিশ। শুরু হয় ইটবৃষ্টি, বোমাবাজি। আগুন ধরিয়ে দেওয়া হয় স্ট্রং রুমের সামনে। রাত পর্যন্ত দফায় দফায় বিজেপি ও পুলিশের খন্ডযুদ্ধে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থক জখম হয়েছেন। কয়েকজনকে আটক করেছে পুলিশ।