দ্রুত পদক্ষেপের পথে কলকাতা পুরসভা। খুব শীঘ্রই শহরের বেহাল রাস্তাগুলির দ্রুত মেরামতির কাজ শুরু করা হবে। এনিয়ে সম্প্রতি কলকাতা পুলিশ, পিডব্লুডি, কেএমডিএ ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কলকাতা পুরসভায় একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে রাস্তা সংস্কার করার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৈঠকে ঠিক হয়েছে, যৌথভাবে রাস্তাগুলি পরিদর্শন করে খতিয়ে দেখার পর প্রয়োজন অনুযায়ী সেগুলি মেরামত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, সদানন্দ রোডের মেরামতির কাজ আগেই শুরু হয়েছিল। তবে বৃষ্টির কারণে সেই কাজ বন্ধ রাখা হয়েছিল। তাই নতুন করে বৃষ্টি শুরু হওয়ার আগেই সেই কাজ আবার শুরু করতে চাইছে কলকাতা পুরসভা। পুরসভার সড়ক বিভাগের এক কর্তা জানান, কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের সঙ্গে একটি চুক্তি অনুসারে, তারা পুরসভাকে খারাপ রাস্তার তালিকা দেবে। সেই অনুযায়ী যৌথ সমীক্ষা এবং মেরামতি করা হবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, কেএমডিএ ও পিডব্লুডির সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করা হবে বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভার সড়ক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সদানন্দ রোডের মেরামতির কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। নতুন করতে বৃষ্টি নামলে এই কাজে সমস্যা দেখা দিতে পারে। তাই দ্রুত মেরামতির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। প্রসঙ্গত, খানাখন্দে ভর্তি এই রাস্তা মসৃণ করার লক্ষ্যে বর্ষার আগেই সংস্কারের কাজ শুরু করেছিল কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই রাস্তা মেরামতির সময় ই এম বাইপাস সংলগ্ন হাইল্যান্ড পার্ক ও এসআরএফটিআই, গড়িয়া ঢালাই ব্রিজ এবং রুবি ক্রসিং থেকে সায়েন্স সিটি পর্যন্ত রাস্তার মেরামতি করা হবে। এছাড়া পঞ্চান্নগ্রাম ও তপসিয়ার মতো জায়গাতেও মেরামতির কাজ করবে কলকাতা পুরসভা। পাশাপাশি জানা গিয়েছে, কলকাতা পুরসভার সঙ্গে ট্রাফিক পুলিশের যে চুক্তি হয়েছে তাতে সিদ্ধান্ত হয়েছে খারাপ রাস্তার তালিকা পুরসভাকে দেবে ট্রাফিক পুলিশ। এর ফলে দুর্ঘটনা অনেক কমবে বলেই মনে করছেন লকাতা পুরসভার আধিকারিকমহল।