বাংলাদেশের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হস্তক্ষেপের পরেই ঘটল পর পরিবর্তন। নাটকীয় অবসরের ২৯ ঘণ্টার মধ্যেই ক্রিকেটে ফিরলেন তামিম ইকবাল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার পরেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। এক দিনের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক ছিলেন তামিম। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ সাংবাদিক বৈঠক ডেকে তিনি জানিয়ে দেন, আর খেলবেন না। কিন্তু ২৯ ঘণ্টার মধ্যে অবসরের সিদ্ধান্ত বাতিল করলেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর ডাকে তাঁর বাড়ি গিয়েছিলেন তামিম। সেখানে তিন ঘণ্টা আলোচনা হয়। তার পর বেরিয়ে এসে তামিম জানান যে, তিনি অবসর ভেঙে বেরিয়ে এলেন। “প্রধানমন্ত্রী দুপুরে তাঁর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করেছিলেন। ওঁর সঙ্গে আমার অনেক ক্ষণ আলোচনা হয়েছে। উনি আমাকে খেলায় ফেরার নির্দেশ দিয়েছেন। আমি অবসর তুলে নিচ্ছি। সবাইকে না বললেও দেশের প্রধানমন্ত্রীকে না বলা আমার পক্ষে সম্ভব নয়’’, জানিয়েছেন তামিম।