শনিবার সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের ভোটগ্রহণ। এই আবহে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ধরা পড়ল রাজনৈতিক সৌজন্যের চিত্র। শনিবার পঞ্চায়েত ভোটের দিন সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে কেশপুর ব্লকের ১১ নম্বর অঞ্চলের অন্তর্গত উচাহার ১৯৫ বুথে। শুরু থেকেই শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। ভোটের দিন বুথের কাছে একসঙ্গে দাঁড়িয়ে কোলাকুলি করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসে পার্থী শেখ হসিনুদ্দীন ও কংগ্রেস পার্থী আব্দুর জব্বর মল্লিককে।
এদিন তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস তিন রাজনৈতিক দলের প্রার্থী একসঙ্গে ভোট কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে রইলেন। সহবস্থান ও শান্তিপূর্ণ ভোটের বার্তা দিলেন উচাহার ১৯৫ বুথের তিন প্রার্থী। ভোটারদের লাইনে দাঁড়িয়ে রয়েছেন যেমন প্রথম ভোটার, তেমনই বর্ষীয়ান মহিলারাও। জীবনের প্রথম ভোট দিতে আসা স্নেহা পারভিন বলেন, “লাইনে দাঁড়িয়ে ভোট দিতে ভালো লাগছে।” লাইনে দাঁড়িয়ে থাকা আরও এক ভোটার সারফুদ্দিন মল্লিক জানান, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে রয়েছি ভোট খুব ধীর গতিতে চলছে। সব মিলিয়ে ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে বলেই জানিয়েছেন প্রার্থীরা।