বুধবার ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশামতোই দলের অধিনায়ক করা হয়েছে হার্দিক পাণ্ডিয়াকে। সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব। বাংলার মুকেশ কুমার এই ফরম্যাটের দলেও সুযোগ পেয়েছেন। অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজে তিনটি ফরম্যাটেই খেলবেন তিনি। তবে, সুযোগ পেলেন না রিঙ্কু সিংহ। উল্লেখ্য, গত দুই মরসুমে কেকেআরের হয়ে খুবই ভাল খেলেছেন রিঙ্কু। বিশেষত গত মরসুমে তাঁর শেষ মুহূর্তে নেমে ম্যাচ শেষ করে আসার ক্ষমতা বার বার নজরে এসেছে। ভারতীয় বোর্ড তরুণদের সুযোগ দিতে চাইছে টি-টোয়েন্টি দলে। তাই অনেকেই মনে করেছিলেন টি-টোয়েন্টি দলে হয়তো রিঙ্কুকে নেওয়া হবে। কিন্তু তা আর হল না। রিঙ্কুকে আরও কিছুটা সময় দেওয়া দরকার, এমনই ইঙ্গিত দিয়েছেন নির্বাচকরা। এক দিন আগেই অজিত আগরকর প্রধান নির্বাচক হয়েছেন। তার পরের দিনই তিনি টি-টোয়েন্টি দল বেছে নিলেন। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের দল বাছাই তাঁর কাছে আসল পরীক্ষা হতে চলেছে বলেই মনে করছেন ক্রিকেট-বিশেষজ্ঞরা।
এক নজরে দেখে নেওয়া যাক ভারতের টি-টোয়েন্টি দল:
হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশন (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, অক্ষর পটেল, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আরশদীপ সিংহ, উমরান মালিক, আবেশ খান এবং মুকেশ কুমার।
প্রসঙ্গত, ১২ই জুলাই থেকে ১৬ই জুলাই প্রথম টেস্ট। ২০-২৪ জুলাই দ্বিতীয় টেস্ট। ম্যাচ দু’টি হবে যথাক্রমে ডোমিনিকা এবং ত্রিনিদাদে। দু’টি টেস্টই পরের মরসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। ২৭শে জুলাই শুরু হচ্ছে এক দিনের সিরিজ। ২৯শে জুলাই এবং ১লা আগস্ট বাকি দু’টি ম্যাচ। প্রথম দু’টি এক দিনের ম্যাচ হবে বার্বাডোজে। তৃতীয় ম্যাচটি হবে ত্রিনিদাদে। ৩রা আগস্ট প্রথম টি-টোয়েন্টি ম্যাচটিও ত্রিনিদাদে হবে। ৬ এবং ৮ই আগস্ট বাকি দু’টি টি-টোয়েন্টি ম্যাচ হবে গায়ানাতে। ১২ এবং ১৩ই আগস্ট রয়েছে টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ। এই ম্যাচগুলি হবে আমেরিকার ফ্লোরিডার লডারহিলে। “ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই সিরিজে কুইন্স পার্ক ওভালে (ত্রিনিদাদ) শততম টেস্ট আয়োজন করছি আমরা। দুই ঐতিহ্যশালী দেশের ক্রিকেট ম্যাচ হতে চলেছে। এর থেকে বড় গর্বের আর কিছু হয় না”, জানিয়েছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও জনি গ্রেভ।
এক নজরে দেখে যাওয়া যাক ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের সম্পূর্ণ সূচি:
টেস্ট সিরিজ –
১২-১৬ই জুলাই (ডোমিনিকা) এবং ২০-২৪শে জুলাই (ত্রিনিদাদ)।
এক দিনের সিরিজ –
২৭ এবং ২৯শে জুলাই (বার্বাডোজ) এবং ১লা আগস্ট (ত্রিনিদাদ)।
টি-টোয়েন্টি সিরিজ –
৩রা আগস্ট (ত্রিনিদাদ), ৬ ও ৮ই জুলাই (গায়ানা), ১২ ও ১৩ই জুলাই (ফ্লোরিডা)।