সেলেকাওদের আগামী কোচ হিসেবে কার্যত নিশ্চিত ইতালীয় ম্যানেজার কার্লো আনচেলোত্তি। কিন্তু তার জন্যে এক বছর অপেক্ষা করতে হবে। ফার্নান্দো দিনিজকে ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ করা হয়েছে। তিনি ব্রাজিলের ঘরোয়া লিগের দল ফ্লুমিনেন্সের কোচ। একই সঙ্গে দু’টি দায়িত্ব সামলাবেন দিনিজ। প্রসঙ্গত, আনচেলোত্তির সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি রয়েছে আগামী বছরের জুন মাস পর্যন্ত। তার পরেই তিনি ব্রাজিলের কোচের পদে যোগ দেবেন বলে জানা গিয়েছে। তত দিন পর্যন্ত দলকে সামলাবেন দিনিজ। পরের বছরই রয়েছে কোপা আমেরিকা। অর্থাৎ, কোচের পদে যোগদানের পরেই আন্তর্মহাদেশীয় পর্যায়ে সবচেয়ে বড় প্রতিযোগিতার দায়িত্ব নিতে হবে আনচেলোত্তিকে। বিশ্বকাপে ব্রাজিলের খারাপ পারফরম্যান্সের পর কোচের দায়িত্ব ছাড়েন তিতে। নতুন কোচ হিসাবে আনচেলোত্তির জন্যে শুরু থেকেই লেগে পড়েছিল ব্রাজিল। ভেসে উঠছিল অন্যান্য অনেক কোচের নামও। মাঝের এই সময়টায় দায়িত্ব দেওয়া হয়েছিল রামন মেনেজেসকে। শেষমেশ আসতে চলেছেন আনচেলোত্তি। তবে রিয়াল মাদ্রিদের কোচের পদে চুক্তি শেষ হওয়া পর্যন্ত তিনি ক্লাবের দায়িত্বে থাকবেন।
প্রসঙ্গত, বুধবার দিনিজ সাংবাদিক সম্মেলন করেছেন। তার আগে ব্রাজিলের জ্যাকেট পরে একটি ভিডিও বার্তায় বলেছেন, “এই কাজ পৃথিবীর যে কোনও কোচের কাছে স্বপ্নের মতো। জাতীয় দলের কোচ হতে পেরে আমি গর্বিত। ব্রাজিলের ফুটবল সংস্থা এবং ফ্লুমিনেন্সের যৌথ উদ্যোগেই এটা সম্ভব হয়েছে। সব কাজ সুষ্ঠ ভাবে সামলাতে পারব, এই আত্মবিশ্বাস রয়েছে।” সাম্প্রতিক কালে দিনিজের প্রশংসা করেছেন নেমার, থিয়াগো সিলভার মতো ব্রাজিলের অভিজ্ঞ ফুটবলারেরা। সে দেশের ফুটবল সংস্থার দাবি, দিনিজকে কোচ করার কাজ নিঃশব্দে করা হয়েছে কারণ, ফ্লুমিনেন্স দলে এর প্রভাব পড়তে দিতে তারা চায়নি। দিনিজের কৌশল প্রশংসিত হয়েছে সব জায়গাতেই। তিনি বল নিয়ন্ত্রণে রেখে আগ্রাসী খেলায় বিশ্বাসী। সাধারণত পিছন থেকে আক্রমণ শুরু করান তিনি। “আমরা ওকে অন্তর্বর্তীকালীন কোচ বলতে রাজি নই। উনি এমন ভাবে দলকে সাজাবেন, যাতে আনচেলোত্তির এসে অসুবিধা না হয়”, জানিয়েছেন ব্রাজিল ফুটবল সংস্থার চেয়ারম্যান এদনাল্দো রদ্রিগেজ।