স্ট্রেট সেটে জয় দিয়েই উইম্বলডন অভিযান আরম্ভ করলেন স্পেনীয় টেনিস তারকা কার্লোস আলকারাজ। প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন পুরুষ সিঙ্গলসে শীর্ষ বাছাই আলকারাজ। ফ্রান্সের জেরেমি চার্ডিকে হারালেন স্পেনের ২০ বছরের তরুণ। খেলার ফল আলকারাজের পক্ষে ৬-০, ৬-২, ৭-৫। উল্লেখ্য, এটিপি ক্রমতালিকায় আলকারাজ রয়েছেন এক নম্বরে। ৩৬ বছরের চার্ডি রয়েছেন ৫৩৪ নম্বরে। প্রতিপক্ষ হিসাবে তিনি কঠিন ছিলেন না। তবু তৃতীয় সেট আলকারাজ জিতলেন কিছুটা কষ্ট করেই। ২২ মিনিটের প্রথম সেটে আলকারাজের সামনে দাঁড়াতেই পারেননি চার্ডি। তৃতীয় গেমে কিছুটা লড়াই করলেও তাঁর সার্ভিস ভেঙে দেন আলকারাজ। দ্বিতীয় সেটের লড়াই হল ৩২ মিনিট। প্রথম সার্ভিস গেম-ই খুইয়ে বসেন চার্ডি। তৃতীয় এবং সপ্তম গেমে অবাছাই ফরাসি ভাল খেললেও সেটের বাকি সময় আলকারাজের দাপট দেখলেন টেনিসপ্রেমীরা। প্রথম সার্ভিসের দুর্বলতা, আনফোর্সড এরর এবং ডাবল ফল্টের খেসারত প্রথম দু’সেটে দিতে হয়েছে চার্ডিকে। নেটের অপর প্রান্তে সপ্রতিভ আলকারাজকে দেখে চাপে পড়ে গিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, এদিন ৬-০, ৬-২ ব্যবধানে আলকারাজ এগিয়ে যাওয়ার পর অনেকেই মনে করেছিলেন, তাঁর জয় কেবল সময়ের অপেক্ষা। কিন্তু ৩৬ বছরের চার্ডি হাল ছাড়তে চাননি। আলকারাজের শক্তিশালী সার্ভ, ব্যাকহ্যান্ডের জবাব ছিল না তাঁর কাছে। কোর্ট কভারিংয়েও পাল্লা দিতে পারছিলেন না। তবু তৃতীয় সেটে আলকারাজকে বারবার সমস্যায় ফেললেন তিনি। ষষ্ঠ গেমে টান টান লড়াইয়ে আলকারাজের সার্ভিস ভেঙে ৪-২ ব্যবধানে এগিয়ে যান চার্ডি। এরপর টানা দু’টি গেম জিতে সমতা ফেরান আলকারাজ। নবম গেমে আবার প্রবল লড়াই হয় দুই প্রতিপক্ষের মধ্যে। শেষ পর্যন্ত সার্ভিস ধরে রেখে ৫-৪ ব্যবধানে এগিয়ে যান চার্ডি। ৫৯ মিনিটের তৃতীয় সেট শেষ পর্যন্ত ৭-৫ ব্যবধানে জেতেন আলকারাজ। ১ ঘণ্টা ৫৩ মিনিটের লড়াই জিতে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডের টিকিট পাকা করে ফেললেন স্পেনীয় তারকা।