মঙ্গলবার বর্ষসেরা ফুটবলারদের নাম ঘোষণা করল এআইএফএফ। বছরের সেরা পুরুষ ফুটবলার হিসেবে বেছে নেওয়া হয়েছে লালিয়ানজুয়ালা ছাঙতেকে। উল্লেখ্য, গত আইএসএলেও সেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন তিনি। বর্ষসেরা মহিলা ফুটবলার হয়েছেন মনীষা কল্যাণ। সেরা উঠতি ফুটবলারের শিরোপা উঠেছে আকাশ মিশ্রের মাথায়। প্রসঙ্গত, দেশের বিভিন্ন ক্লাবের কোচেরা সেরা ফুটবলারদের একটি তালিকা তৈরি করেন। সেই তালিকা থেকে সম্ভাব্য সেরাদের বেছে নেওয়া হয়। তা থেকে বর্ষসেরা হিসাবে ছাঙতেকে বেছে নিয়েছেন চার প্রাক্তন ফুটবলারের একটি কমিটি। যে কমিটিতে ছিলেন ভাইচুং ভুটিয়া, আইএম বিজয়ন, সাব্বির আলি এবং ক্লাইম্যাক্স লরেন্স।
উল্লেখ্য, মিজোরাম থেকে উঠে আসা ছাঙতে এখন ভারতীয় দলের নিয়মিত সদস্য। ২৫ বছরের রাইট উইঙ্গার খেলেন মুম্বই সিটি এফসিতে। গত আইএসএলে ২২টি ম্যাচ খেলে ১০টি গোল করেছিলেন ছাঙতে। ছ’টি গোল করিয়েছিলেন সতীর্থদের। ভারতীয় ফুটবলারদের মধ্যে তিনিই ছিলেন সর্বোচ্চ গোলদাতা। ডুরান্ড কাপে সাতটি ম্যাচে সাতটি গোল এবং তিনটি গোলে সহযোগিতা করেছিলেন। সব মিলিয়ে ক্লাবের হয়ে ৩২টি ম্যাচ খেলে ১৮টি গোল করেছেন তিনি। আরও ন’টি গোলের ক্ষেত্রে সাহায্য করেছেন সতীর্থদের। দেশের জার্সি গায়েও ২৫টি ম্যাচ খেলে ছ’টি গোল করেছেন তিনি। ধারাবাহিক ভাবে ভাল পারফরম্যান্সের জন্য ছাঙতেকে বর্ষসেরা ফুটবলার হিসাবে বেছে নেয় নির্বাচকমণ্ডলী।
পাশাপাশি, বছরের সেরা উঠতি ফুটবলারের পুরস্কার পাচ্ছেন হায়দ্রাবাদ এফসির আকাশ। আগামী মরসুমে আকাশও ছাঙতের সঙ্গে মুম্বইয়ে খেলবেন। উত্তরপ্রদেশ থেকে উঠে আসা তরুণ লেফট ব্যাক গত বছর হায়দরাবাদের হয়ে খেলেছেন ২৫টি ম্যাচ। ২০২১ সালের মার্চ মাসে প্রথম জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল আকাশের। দেশের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। বর্ষসেরা মহিলা ফুটবলারের সম্মান পাচ্ছেন জাতীয় দলের নিয়মিত স্ট্রাইকার মনীষা। তিনি খেলেন সাইপ্রাসের ক্লাব অ্যাপোলোনে। তাঁর দখলে রয়েছে এক অনন্য নজির। প্রথম ভারতীয় হিসাবে মহিলাদের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন ২২ বর্ষীয়া এই পঞ্জাব-তনয়া।